শীতকালে ত্বকের জন্য ভালো কিছু শীট মাস্ক সম্পর্কে জেণে নিন
শীতকালে ত্বকের জন্য ভালো কিছু শীট মাস্ক সম্পর্কে জানতে চাচ্ছেন, তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। ত্বকের যত্নে সব থেকে আধুনিক ও চটজলদি উপায় হল শীট মাস্ক ব্যবহার করা।
শীট মাস্ক ব্যবহারে ত্বক ভালো থাকে এবং ব্যস্ত মানুষদের জীবনে রূপচর্চার জন্য বেশ আরামদায়ক উপায় এর একটি হলো শীট মাস্ক ব্যবহার। আসুন জেনে নিই শীতকালে কোন শীট মাস্কটি আমাদের ত্বকের জন্য ভালো।
সূচিপত্রঃ শীতকালে ত্বকের জন্য ভালো কিছু শীট মাস্ক সম্পর্কে কিছু তথ্য
- শীতকালে ত্বকের জন্য ভালো কিছু শীট মাস্ক কোনগুলো
- শীট মাস্ক কখন ব্যবহার করতে হয়
- তৈলাক্ত ত্বকের জন্য শীট মাস্ক
- শীট মাস্ক ব্যবহারের নিয়ম
- ব্ল্যাক মাস্ক এর উপকারিতা
- শীতকালের জন্য শীট মাস্ক সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর
- লেখক এর শেষ কথা
শীতকালে ত্বকের জন্য ভালো কিছু শীট মাস্ক কোনগুলো
শীতকালে ত্বকের জন্য ভালো কিছু শীট মাস্ক সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমাদের ত্বকের জন্য শীট মাস্ক এর উপকারিতা অনেক রয়েছে। কেননা শীট মাস্ক ব্যবহার করলে একটা তাৎক্ষণিক উজ্জ্বলতা আসে। পাশাপাশি ত্বক হাইড্রেট থাকে এবং আগের চেয়ে অনেক বেশি কোমল হয়ে যায়।
ত্বকে তাৎক্ষণিক তৃপ্তি এনে দেয় এই শীট মাস্ক। সারা সপ্তাহে ক্লিনজিং,টোনিং ও ময়শ্চারাইজিং ব্যবহার এর বাইরে সময় না হলেও সপ্তাহে একদিন সিট মাস্ক ব্যবহার এ আপনার সব কাজ করে দেয়। আর শীতকালে আমাদের ত্বক এমনিতেই অনেক বেশি আদ্র ও শুষ্ক দেখায় এই সময় শীট মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে।
আরও পড়ুনঃ শীতকালে শুষ্ক ত্বকের আর্দ্রতা বজায় রাখার ১০টি কার্যকারি উপায়
অনেকের মনে প্রশ্ন আসতে পারে আপনাদের ত্বকের জন্য সবথেকে ভালো শীট মাস্ক কোনটি বুঝবেন কিভাবে? তাহলে আসুন প্রথমে কিছু ধারণা নেওয়া যাক এই সম্পর্কে। শীট মাস্ক বিভিন্ন ধরনের রয়েছে এর মধ্যে আপনি আপনার ত্বকের ধরনের উপর ভিত্তি করে শীট মাস্ক নির্ধারণ করতে পারবেন। যেমন শীতকালে স্কিন অনেক বেশি ড্রাই থাকে আর স্কিনের ড্রাইনেস দূর করতে শীট মাস্কের উপকারিতা অনেক বেশি।
এক্ষেত্রে Dewy Pearl Essence Mask এই শীট মাস্কটি ব্যবহার করতে পারেন স্কিনের ড্রাইনেস দূর করার ক্ষেত্রে। এই শীট মাস্কে আছে পার্ল এক্সট্র্যাক্ট। পার্লে আছে প্রচুর পরিমাণে অ্যামিনো এসিড যা ত্বকে দেয় নানা রকম বেনিফিট। কি কি উপকারিতা আছে এই মাস্কের আসুন জেনে নেই।
- স্কিনের তারুণ্য ধরে রেখে প্রিম্যাচিউর এজিং রোধ করে
- স্কিনের ইলাস্টিসিটি ধরে রাখতে হেল্প করে
- স্কিন ব্রাইট ও গ্লোয়িং করে
- স্কিন এ কোলাজেন প্রোডাকশন বাড়াতে সাহায্য করে
- চটজলদি স্কিনের রুক্ষ ভাব দূর করে
শুধু এই শীট মাস্কই নয় আপনি আপনার পছন্দের যেকোন শীট মাস্ক ব্যবহার করতে পারেন আপনার ত্বক অনুযায়ী। ত্বকে আদ্রতা যোগাবে শীতকালে নিচে এমন কিছু জনপ্রিয় সব শীট মাস্কের ছবি যুক্ত করা হলো।
শীট মাস্ক কখন ব্যবহার করতে হয়
শীট মাস্ক ব্যবহারের ক্ষেত্রে ১৬ বছর বা তার বেশি বয়সের কথা বলা নিরাপদ হলেও এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনি শীট মাস্ক ব্যবহার করেন যা যেকোনো ধরনের রাসায়নিক এবং টক্সিন থেকে মুক্ত। প্রাকৃতিকভাবে প্রাপ্ত উপাদান দিয়ে তৈরি শীট মাস্ক বেছে নিন। আপনি যত তাড়াতাড়ি স্বাস্থ্যকর ত্বকের যত্নের ব্যবস্থা শুরু করবেন এটি আপনার ত্বকের জন্য ঠিক ততটাই ভালো হবে।
শীট মাস্ক রাত্রে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। শীট মাস্ক মুখে লাগানোর বিশ মিনিট পরে মুখোশ অপসারণের পরে আপনার মুখে মেসেজ করুন। সারারাত শীট মাস্কের সিরামটি চাইলে মুখে রাখতে পারবেন এটি কোন ক্ষতি করে না। যাইহোক মুখের সিরাম ছিদ্র গুলিতে ভিজিয়ে রাখা যেতে পারে যা আমাদের মুখের জন্য ভালো এবং আদ্র। তারপর সকালে মুখ ধুয়ে ফেলতে পারেন।
তৈলাক্ত ত্বকের জন্য শীট মাস্ক
বাজারে বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রকার, বিভিন্ন ব্র্যান্ডের শীক মাস্ক পাওয়া যায়। কোনোটি শুষ্ক ত্বকের জন্য, আবার কোন শীট মাক্স কমায় ব্রণের সমস্যা, আবার কোনটি তৈলাক্ত ত্বকের জন্য। তবে ৯০% সিট মাস্ক ত্বকে সতেজতা আনে, ত্বক মশ্চারাইজ ও হাইড্রেট রাখে। তবে অন্যান্য প্রসাধনীর মতোই ত্বকের ধরন বুঝে শীট মাস্ক ব্যবহার করা ভালো নাহলে ক্ষতি হতে পারে ত্বকের।
তৈলাক্ত ও কম্বিনেশন স্কিনের জন্য বেছে নিন গ্লাইকোলিক এসিড বা স্যালিসিলিক এসিডযুক্ত সিট মাস্ক। এগুলো ত্বকের তেল উৎপাদনকে নিয়ন্ত্রণ করে পাশাপাশি তকে আদ্রতা জোগাতে সহায়তা করে থাকে। যেমন Garnier Skin Active Tea Tree & Salicylic Acid Sheet Mask (23g) এটি ব্যবহার করতে পারেন।
শীট মাস্ক ব্যবহারের নিয়ম
শীতকালে ত্বকের আদ্রতা বজায় রাখা প্রয়োজন। ত্বকের জেল্লা ধরে রাখার জন্যে সঠিক যত্ন নেওয়া জরুরী। বাড়িতে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে স্কিন কেয়ার করতে পারেন আপনি। বিশেষ করে শীট মাস্ক ব্যবহার করলে উপকার মিলবে ভালো। বেশ কয়েক বছরের বিউটি দুনিয়ায় জনপ্রিয়তা পেয়েছে শীট মাস্ক।
আবার অনেকেরই সবথেকে প্রিয় স্কিন কেয়ার প্রোডাক্টের তালিকায় জায়গা করে নিয়েছে এই শীট মাস্ক। আপনার ত্বকে মুহূর্তে আদ্রতায় ভরিয়ে দিতে পারে এই ম্যাজিক প্রোডাক্টটি। সামার স্কিন কেয়ার অথবা শীতকাল স্কিন কেয়ার রুটিনের অবশ্যই রাখা উচিত শীট মাস্ক।
শীট মাস্ক ব্যবহারের নিয়মঃ প্রথমে মুখ ভালোভাবে পরিষ্কার কাপড় দিয়ে মুছে মুখে একটা টোনার ব্যবহার করে নিন। এরপর শীট মাস্কটি প্যাকেট থেকে বের করে মুখে ভালোভাবে বসিয়ে নিন প্যাকেটের সাথে যে অতিরিক্ত সিরাম থাকে সেটা ফেলে না দিয়ে মাস্কের উপর দিয়ে মুখে লাগান। এরপর ১৫ থেকে ২০ মিনিট মুখে মাস্কটি রেখে তুলে ফেলুন।
আরও পড়ুনঃ ত্বকের যত্নে অলিভ অয়েলের ১০টি গুনাগুণ
একটি শীট মাস্ক শুধু একবারের জন্যই ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে সপ্তাহে দু-তিন দিন শীট মাস্ক ব্যবহার করতে পারেন ত্বকে। তবে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন কোনভাবেই ইউজড মাস্ক দ্বিতীয়বার ব্যবহার করবেন না।
ব্ল্যাক মাস্কের উপকারিতা
মুখের ব্ল্যাকহেড ও বিভিন্ন রকমের সমস্যা দূর করতে ব্ল্যাক মাস্কের উপকারিতা অনেক। সেরা পণ্য উপাদানে সমৃদ্ধ YC ব্ল্যাক মাস্ক বাঁশের চারকোল, রোজমেরী নির্যাস, ভিটামিন ই, লেবু নির্যাস, আঁখের নির্যাস, ক্যালেন্ডুলা নির্যাস এবং আরো অনেক কিছুর মতো সেরা এবং প্রাকৃতিক উপাদান গুলিকে মিশিয়ে তৈরি করা হয়। এই ব্র্যান্ডের ব্ল্যাক মাস্ক আপনি চাইলে ব্যবহার করতে পারেন। ব্ল্যাক মাস্ক ব্যবহারের ফলে আপনি যে সকল উপকার গুলো ত্বকের জন্য পাবেন।
- ডিপ ক্লিনসিং করে এবং মুখের স্কিনকে টান রাখতে সাহায্য করে
- ত্বকের জমে থাকা ময়লা মৃত কোষ দূর করে
- ডার্ক স্পট রিমুভ এবং ফেসকে ফর্সা সুন্দর ও উজ্জ্বল করে।
- পিম্পলস বা ব্রণ হওয়া থেকে রক্ষা করে
- ত্বকের ছিদ্র গুলি আনলক করে এবং অতিরিক্ত তেল শোষণ করে
- ত্বকের কুচকানো ভাব দূর করে
- ত্বক মসৃণ ও দীপ্তিশীল ফর্সা করে
- ত্বকের জীবাণু ধ্বংস করে ত্বককে স্বাস্থ্যবান রাখে
শীতকালে ত্বকের জন্য ভালো কিছু শীট মাস্ক ব্যবহার সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর
প্রশ্ন। শীট মাস্ক ব্যবহার করলে কি হয়?
উত্তর। শীট মাস্ক ব্যবহার করলে একটা তাৎক্ষণিক উজ্জ্বলতা আসে পাশাপাশি ত্বক হাইড্রেট থাকে এবং আগের চেয়ে অনেক বেশি কোমল হয়।
প্রশ্ন। শীট মাস্ক ব্যবহারের পর কি মুখ ধুয়ে ফেলতে হয়?
উত্তর। শীট মাস্ক রাতে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। যেমন ২০ মিনিট মুখে শীট মাস্ক লাগানোর পরে ২০ মিনিট পরে উঠিয়ে মুখে ম্যাসাজ করুন। পারলে সারারাত শীট মাস্ক এর সিরামটি মুখে লাগিয়ে রাখা যেতে পারে এতে কোন ক্ষতি হবে না।
প্রশ্ন। শীট মাস্ক এর দাম কেমন?
উত্তর। সাধারণত শীট মাস্ক ১০০-২৫০ এর মধ্যে পেয়ে যাবেন। তবে বিলাসবহুল শীট মাস্কগুলো ১০০০-২০০০ এর বেশি হয়ে থাকে।
প্রশ্ন। শীট মাস্ক পড়ে ঘুমানো যাবে কি?
উত্তর। শীট মাস্ক সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিনিট রাখা উচিত। তবে ৩০ মিনিটের বেশি কখনোই রাখবেন না।
প্রশ্ন। সপ্তাহে কতদিন শীট মাস্ক ব্যবহার করা যেতে পারে?
উত্তর। সপ্তাহে ২-৩ বার।
প্রশ্ন। শীট মাস্ক কি ফ্রিজে সংরক্ষণ করতে হয়?
উত্তর। ফ্রিজে রাখা শীট মাস্ক ব্যক্তিগত পছন্দের বিষয়। যদিও এটি একটি শীতল অনুভূতি প্রদান করতে পারে এবং ত্বকের ফোলা ভাব কমাতে সাহায্য করে। তবে এটি সমস্ত শীট মাস্কের জন্য প্রয়োজনীয় নয়।
লেখকের শেষ কথা
শীতকালে ত্বকের জন্য ভালো কিছু শীট মাস্ক সম্পর্কে আজকের এই পোস্টটির মধ্যে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। শীট মাস্ক আমাদের ত্বকের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস। তবে বিশেষ করে শীতকালে আমাদের ত্বক অনেক বেশি শুষ্ক এবং আর্দ্র থাকে এবং এই সময় আমাদের প্রয়োজন বিশেষভাবে ত্বকের যত্ন নেওয়াটা।
শীট মাস্ক সিলেক্ট করে আমাদের ত্বক অনুযায়ী ব্যবহার করা। শীট মাস্ক শীতকালে ত্বকের জন্য কোনগুলো ভালো এবং ত্বক অনুযায়ী কোনগুলো ব্যবহার করতে পারবেন, শীট মাস্ক তৈলাক্ত ত্বকের জন্য ব্যবহার করা যাবে কিনা এবং শীটমাস্কের ব্যবহার, উপকারিতা এ সকল সম্পর্ক প্রশ্ন উত্তর এই পোস্টের মধ্যে আশা করি আপনি পেয়েছেন।
লাইফস্টাইল ও রূপচর্চা সম্পর্কিত এমন আরো পোস্ট করতে আমাদের ওয়েবসাইটের হোম পেজে ভিজিট করুন ধন্যবাদ।
অমৃতা ব্লগারের নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url