ক্রিসমাস কে বড় দিন বলা হয় কেন জেনে নিন বিস্তারিত
ক্রিসমাস কে বড় দিন বলা হয় কেন অনেকেই জানেন না। তাদের উদ্দেশ্যেই আজকের এই পোস্টটি। বড়দিন বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ শে ডিসেম্বর তারিখে যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালন করা হয়। এই দিনটি যীশুর প্রকৃত জন্মদিন কিনা তা অবশ্য জানা যায়নি।
তবে আদি যুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী এই তারিখের ঠিক নয় মাস পূর্বে
মেরির গর্ভে প্রবেশ করেন যীশু। সম্ভবত এই হিসাব অনুসারে ২৫শে ডিসেম্বর তারিখ থেকে
যীশুর জন্ম তারিখ ধরা হয়। অন্যমতে একটি ঐতিহাসিক রোমান উৎসব অথবা উত্তর
গোলার্ধের দক্ষিণ অনন্ত দিবসের অনুষ্ঠানে ২৫ ডিসেম্বর তারিখে যীশু জন্ম জয়ন্তী
পালনের কথাটি সূত্রপাত হয়। ক্রিসমাস কে বড় দিন বলা হয় কেন জেনে নিন বিস্তারিত।
সূচিপত্রঃ ক্রিসমাস কে বড় দিন বলা হয় কেন তার কারণ বিস্তারিত
- ক্রিসমাস বলতে কি বোঝায়
- ক্রিসমাস কেন পালন করা হয়
- ক্রিসমাসকে বড় দিন বলা হয় কেন
- খ্রিস্টানদের ধর্মীয় উৎসব কি কি
- কোন কোন দেশে ২৫ তম বড়দিন উদযাপন করা হয়
- লেখক এর শেষ কথা
ক্রিসমাস বলতে কি বোঝায়
ক্রিসমাস কে বড় দিন বলা হয়। শুভ জন্মদিন মানে যেমন আমি কামনা করি যে আপনার শুভ জন্মদিন হোক মেরি ক্রিসমাস মানে- আমি চাই যে আপনার একটি শুভ বড়দিন হোক এবং উদযাপন করুন এটিকে। ক্রিসমাসের ঠিক আগে এবং বড়দিনের দিনে লোকেরা তাদের সুখ পাঠাবে এই আশা প্রকাশ করতে অন্য লোকদের কাছে মেরি ক্রিসমাস বলে।
খ্রিস্ট হল গ্রীক শব্দ "ক্রিস্টোস" এর ইংরেজি সংস্করণ যার আক্ষরিক অর্থ "অভিষিক্ত"। অভিষিক্ত করা একটি প্রাচীন রীতি ছিল যেখানে কাউকে তাদের উপর তেল ঢেলে সম্মানিত করা হত, প্রায়শই কোনও কাজ করার জন্য পাঠানোর আগে। ক্রিস্টোস একটি চাকরির শিরোনাম, একইভাবে যুবরাজ। এখানে ধারণাটি হল যে যীশুকে ঈশ্বর অভিষিক্ত করেছিলেন এবং পৃথিবীতে প্রেরণ করেছিলেন।
এবং সেই অভিষিক্তকরণের অংশ হিসাবে ক্রিস্টোস যীশু বা যীশু খ্রীষ্ট বা যীশু খ্রিস্ট হয়েছিলেন। অভিষেক এবং জন্ম অবিচ্ছেদ্য হিসাবে দেখা হয়। ভর হল পুরানো ইংরেজি শব্দ maesse-এর সরলীকরণ, যা ছিল উৎসব। তাই বড়দিন হল যীশুর জন্ম উদযাপনের উৎসব। এটি এমন একটি জন্মদিন নয়, আমরা দাবি করছি না যে তিনি ডিসেম্বরের শেষের দিকে জন্মগ্রহণ করেছিলেন।
আমরা সেই উদযাপনের জন্য যে তারিখটি বেছে নিয়েছি তা মাত্র। Merry হল পুরনো ইংরেজি শব্দ "myrige" এর বর্তমান বানান যার অর্থ আনন্দজনক। সুতরাং মেরি ক্রিসমাস হল এমন একটি বাক্যাংশ যা একটি আশাকে ব্যয় করে যে প্রাপকের খ্রিস্টের উৎসবে একটি আনন্দদায়ক সময় কাটবে।
অর্থাৎ কাউকে মেরি ক্রিসমাস বলে সে যেন ক্রিসমাসের দিনটি আনন্দে কাটাতে পারে সে শুভকামনা জানানো হয় ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে মেরি ক্রিসমাস বলা হয়। ক্রিসমাস ছাড়া সবকিছুই শুভ ক্রিসমাস শুভেচ্ছা অংশ হিসেবে মেরী ব্যবহার করা প্রথম ১৫৩৪ সালে লিপিবদ্ধ হয়।
২২শে ডিসেম্বর এর কাছে একটি চিঠিতে যা বন্ধ হয়েছিলো। ইংরেজি শব্দ ক্রিসমাস
মোটামুটি সাম্প্রতিক উৎস। ক্রাইস্ট মানে ক্লিষ্ট আর মাস মানে সেই জনগণ সেটা
সংক্ষেপে এসেছে ক্রিসমাস হয়ে।
প্রশ্ন। ক্রাইস্ট শব্দের অর্থ কি ঈশ্বরের পুত্র?
উত্তরঃ না
প্রশ্ন। মেরি ক্রিসমাস কেন বলা হয়?
উত্তরঃ কাউকে মেরি ক্রিসমাস তারা তার দিনটি আনন্দে কাটাতে পারার জন্য
শুভকামনা জানানো হয়।
প্রশ্ন। মেরি ক্রিসমাস কোন দিনকে বলা হয়?
উত্তরঃ মেরি ক্রিসমাস বলতে বোঝায় বড়দিনের ছুটির দিন যা ২৫ ডিসেম্বর
পালিত হয়।
প্রশ্ন। মেরি ক্রিসমাস এর প্রবর্তক কে?
উত্তরঃ বিশপ জন ফিশার।
প্রশ্ন। মেরি ক্রিসমাস কতক্ষণ বলা যায়?
উত্তরঃ ক্রিসমাস মৌসুম জানুয়ারির শুরু পর্যন্ত স্থায়ী হয়, যার অর্থ
সদস্যরা অন্তত এক সপ্তাহ ধরে আনন্দ করতে থাকে।
ক্রিসমাস কেন পালন করা হয়
ক্রিসমাস হলো যীশু খ্রিস্টের জন্মের স্মরণে একটি বার্ষিক উৎসব, যা মূলত প্রতিবছরের ২৫ ডিসেম্বর সারা বিশ্বের কোটি কোটি মানুষের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক উদযাপন হিসেবে পালন করা হয়। এই দিন যিশুর জন্মদিন কে কেন্দ্র করে বড়দিন পালন করা হয়ে থাকে।
এই দিনে উপহার প্রদান, গির্জায় উপাসনা, পারিবারিক অনুষ্ঠান, সংগীত, বড়দিনের
কার্ড বিনিময় , গৃহসজ্জা, আলোকসজ্জা, ক্রিসমাস গাছ, যীশুর জন্ম দৃশ্য, মালা, এবং
হলি সমন্বিত এক বিশেষ ধরনের সাজ সজ্জার প্রদর্শনীর মাধ্যমে বড়দিন উদযাপন করা
হয়ে থাকে। বিশেষ ধরনের সাজ সজ্জার প্রদর্শনী আধুনিক কালে বড়দিন উৎসব উদযাপনের
অঙ্গ।
প্রশ্ন। প্রি ক্রিসমাস কেন পালন করা হয়?
উত্তরঃ প্রি ক্রিসমাস মানে নিজেকে প্রস্তুত করে অপেক্ষা করা বা প্রত্যাশা
করা। আবির্ভাব হলো আমাদের অধ্যাধিক প্রস্তুতির জন্য একটি অনুস্মারক যাতে আমরা
ক্রিসমাসের উৎসবের প্রত্যাশা করা এবং ভালোভাবে পালন করতে পারা।
প্রশ্ন।
ক্রিসমাস ট্রির অপর নাম কী?
উত্তরঃ ক্রিসমাস ট্রি হল বড়দিন উদযাপনের সাথে যুক্ত সজ্জিত গাছ। সাধারণত
এটির জন্য চিরহরিৎ গাছ যেমন সপ্রুস, পাইন বা ফার অথবা অনুরূপ চেহারা কৃত্রিম গাছ
ব্যবহার করা হয়।
প্রশ্ন। ক্রিসমাস ট্রি তে ঐতিহ্যগতভাবে কি
রাখা হয়?
উত্তরঃ ভোজ্য আইটেম যেমন জিনজার ব্রেড চকলেট এবং অন্যান্য নিষ্ক্রিয়
জনপ্রিয় এবং গাছের ডালে ফিতা দিয়ে বাধা বা ঝুলিয়ে রাখা হয়।
প্রশ্ন।
ক্রিসমাস ট্রি কিসের প্রতীক?
উত্তরঃ ক্রিসমাস ট্রি শিখরকে গ্রাস করে দীপ্তিময় প্রতীক যা তাদের উৎপত্তি
বেথলেহেম তারকা থেকে চিহ্নিত করে।
ক্রিসমাস কে বড় দিন বলা হয় কেন
ক্রিসমাসকে বড় দিন বলা হয় যে কারণে এবং এর পেছনের কাহিনী নিচে সম্পূর্ণভাবে উল্লেখ করা হলো। বড়দিন বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়ে থাকে। এই দিনটি যীশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা না গেলেও প্রতিবছরই এই দিনেই ক্রিসমাস পালিত হয়ে আসছে।
মর্যাদার দিক থেকে এটি একটি বড় দিন। যিশু যেহেতু বিশাল জনগোষ্ঠীর জন্য ধর্ম ও দর্শন দিয়ে গেছেন বিশ্বব্যাপী বিশাল অংশের মানুষ তার দেওয়া ধর্ম ও দর্শনের অনুসারী যিনি এত বড় ধর্ম ও দর্শন দিয়ে গেছেন ২৫শে ডিসেম্বর তার জন্মদিন। সে কারণে এটিকে বড়দিন হিসেবে খ্রিস্টান সম্প্রদায়ের বিবেচনা করে থাকে।
১৮-১৯ শতকে ইউরোপীয়রা এসে খ্রিস্টধর্ম প্রচার করে বাংলাদেশে যারা ধর্মটি গ্রহণ
করেছেন তাদের কাছে এটি আরো মহিমায়িত্য বিষয়। বাঙালি যারা খ্রিস্টান তাদের
অধিকাংশ এই ধর্মে রূপান্তরিত হয়েছেন তারা ভাবেন যে সে এমন একজন যিনি তাকে ধর্ম
দিয়েছেন। তাই তার জন্মদিন তারা সব আবেগ দিয়ে পালন করেন এবং এই কারণেই দিনটি
তাদের কাছে বড়দিন হিসেবে পরিচিত এবং বিবেচিত।
প্রশ্ন।
বড়দিনের ছুটি কবে?
উত্তরঃ বড় দিনের আগে ও পরের দুই দিন ঐচ্ছিক ছুটি।
খ্রিস্টানদের ধর্মীয় উৎসব কি কি
ক্রিস্টানেরা বিশ্বাস করে একজন মাত্র ঈশ্বর স্বর্গ ও মর্ত্যের দৃশ্যমান ও অদৃশ্য
সমস্ত কিছু সৃষ্টিকর্তা। অর্থাৎ ঈশ্বর জগতের পিতা। পিতারুপী ঈশ্বর প্রতিটি
মানুষকে সন্তানের মতো ভালোবাসেন এবং তার সাথে সম্পর্ক রাখতে চান। প্রতিটি ধর্মেরই
বিভিন্ন উৎসব রয়েছে তেমনি খ্রিস্টান ধর্মেরও বেশ কিছু উৎসব আছে নিচে সে
সম্পর্কিত বিস্তারিত উল্লেখ করা হলো।
মহান উৎসব
- বড়দিন ২৫শে ডিসেম্বর ২০২৪
- পবিত্র সপ্তাহ ১০-১৬ই এপ্রিল ২০২৪
- পবিত্র বৃহস্পতিবার ১৩ এপ্রিল ২০২৪
- পবিত্র শুক্রবার ১৪ এপ্রিল ২০২৪
- পবিত্র শনিবার ১৫ এপ্রিল ২০২৪
- পবিত্র রবিবার ১৬ এপ্রিল ২০২৪
অন্যান্য উৎসব
- বড়দিনের ছুটি পঁচিশে ডিসেম্বর ২০২৪ থেকে ১ই জানুয়ারি ২০২৫
- বড়দিনের আগের দিন ২৪ ডিসেম্বর ২০২৪
- বর্ষবরণ ১ জানুয়ারি ২০২৫
- বৈশাখী ১৪ এপ্রিল ২০২৫
- স্টার ১৬ এপ্রিল ২০২৫
- পেন্টেকস্ট ২৯ মে ২০২৫
কোন কোন দেশে ২৫ তম বড় দিন উদযাপিত হয়
বিশ্বের অধিকাংশ দেশেই প্রতি বছর বড় দিন উদযাপিত হয় ২৫শে ডিসেম্বর তারিখে। তবে রাশিয়া, জর্জিয়া, মিশর, আর্মেনিয়া, ইউক্রেন ও সার্বিয়ার মতো কয়েকটি ইন্টারন্যাশনাল চার্জ ৭ জানুয়ারি তারিখে বড়দিন পালন করে থাকে। তবে দেশভেদে বিশ্বজোড়ে বড়দিন পালনের ভিন্নতা রয়েছে।
ক্রিসমাসের দিন এবং কিছু ক্ষেত্রে এর আগের দিন এবং পরের দিন বিশ্বব্যাপী অনেক জাতীয় সরকার এবং সংস্কৃতি দ্বারা স্বীকৃত হয়। যেখানে খ্রিস্টান ধর্ম একটি সংখ্যা লঘু ধর্ম কিছু অখ্রিস্টান এলাকায় প্রাক্তন ও ঔপন্যাসিক শাসনের সময় গুলো উদযাপনের প্রবর্তন করেছিল। অন্যদের মধ্যে খ্রিস্টান সংখ্যালঘু বা বিদেশি সাংস্কৃতিক প্রভাব জনগণকে ছুটির দিন পালন করতে পরিচালিত করেছে।
অনেক জাতীয় সরকার ক্রিসমাস কে সরকারি ছুটির দিন হিসেবে স্বীকৃতি দেয়। অন্যরা
এটিকে প্রতিকি উপায়ে স্বীকৃতি দেয় তবে সরকারি আইনি পালন হিসেবে নয়। জাপানের মত
দেশ যেখানে ক্রিসমাস একটি সরকারি ছুটির দিন নয় কিন্তু সেখানে অল্প
সংখ্যখ্রিষ্টান থাকা সত্ত্বেও তারা বড়দিনের অনেক ধর্মনিরপেক্ষ দিক গ্রহণ করেছে
যেমন উপহার দেওয়া, শাশয্যা এবং ক্রিসমাস ট্রি। নিচে এ সকল দেশের একটি লিস্ট
দেওয়া হলো।
ক্রিসমাস পালন করা হয় কিন্তু সরকারি ছুটি নয় এমন ২২ রাজ্য
- Azerbaijan.
- Bahrain
- Cambodia
- China
- Comoros
- Iran
- Israel
- Kuwait
- Japan
- Maldives
- Laos
- Morocco
- Mongolia
- Oman
- Qatar
- Pakistan
- Thailand
- Taiwan
- Tunisia
- United Arab Emirates
- Vietnam
- Turkey
যে সকল দেশে ক্রিসমাস পালিত হয় না এবং সেই সম্পর্কিত কোন ছুটিও হয় না
- Algeria
- Afghanistan
- Bhutan
- North Korea
- Libya
- Mauritania
- Saudi Arabia
- Sahrawi Arab Democratic Republic
- Somalia
- Tajikistan
- Turkmenistan
- Uzbekistan
- Yemen
লেখক এর শেষ কথাঃ ক্রিসমাস কে বড় দিন বলা হয় কেন
ক্রিসমাস কে বড় দিন বলা হয় কেন। খ্রিস্ট ধর্মের বড়দিন হলো যীশুর জন্ম খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী আদি বাইবেলের ত্রাণকর্তা সংক্রান্ত একাধিক ভবিষ্যৎ বাণীতে বলা হয়েছে যে কুমারী মেরির গর্ভে তাদের মশিহাবা ত্রাণকর্তার জন্ম হবে। খ্রিস্টানরা নানাভাবে বড়দিন উদযাপন করে থাকে এগুলির মধ্যে বর্তমানে গির্জার উপশনের যোগ দেওয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ অন্যতম জনপ্রিয় প্রথা বলে বিবেচিত হয়।
এই ক্রিসমাস বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে। বেশিরভাগ দেশে প্রচলিত থাকলেও কিছু কিছু দেশে এটি প্রচলিত নাই বা পালন করাও হয় না এবং এটি উপলক্ষে কোন ছুটিও থাকেনা। ক্রিসমাসকে বড় দিন বলা হয় কি কারণে। ক্রিসমাস কেন পালন করা হয় ক্রিসমাস কে বড় দিন বলার কারণ খ্রিস্টানদের ধর্মীয় উৎসব সহ বড়দিনের কোন কোন দেশে উদযাপিত হয় এই সকল সমস্ত তথ্য উপরে উল্লেখ করা হয়েছে।
আশা করছি আপনি আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে উপকৃত হয়েছেন এবং জানতে পেরেছেন
ক্রিসমাসকে বড় দিন বলা হয় কেন সেই সম্পর্কে। ধর্মীয় এমন আরো সকল পোস্ট পড়তে
আমাদের ওয়েবসাইটের হোমপেজে ভিজিট করুন ধন্যবাদ।
অমৃতা ব্লগারের নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url