মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করার নিয়ম
মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করার নিয়ম এখনো অনেকেই জানেন না। এখনো যদি দেখা যায় তাহলে আপনি দেখবেন মোবাইল নাম্বার দিয়েও অনেকেই ফেসবুক আইডি খুলে থাকে।
জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক আইডি খোলার থেকে নাম্বার দিয়ে খোলার সংখ্যায়
বেশি পাবেন। তবে যারা বুদ্ধিমান তারা অবশ্যই জিমেইল দিয়েই ফেসবুক আইডি ক্রিয়েট
করে থাকে এতে তাদের আইডিটি সম্পূর্ণ সেফ থাকে।
সূচিপত্রঃ মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করার নিয়ম
- মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করার নিয়ম
- কিভাবে ফেসবুক থেকে ফোন নাম্বার বের করতে হয়
- ফোন দিয়ে ফেসবুকে ছবি দিয়ে কাউকে কিভাবে খুঁজে পাওয়া যায়
- কেউ কি ফেসবুকে আপনার ফোন নাম্বার জানতে পারে
মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করা
মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করার নিয়ম সম্পর্কে জানতে হলে আর্টিকেলটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে পড়তে হবে। মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করার জন্য প্রথমেই আপনাকে ক্রোম ব্রাউজার থেকে ফেসবুক এর অফিসিয়াল পেইজ এ ঢুকতে হবে facebook.com সাইটে। এরপরে ফেসবুকে লগইন করার জন্য যে অপশনটি আছে সেখানে ফোন ও ইমেইল নাম্বার সহ পাসওয়ার্ড ও বসাতে হবে।
সেখানে আপনি যেভাবে রেগুলার ফেসবুকের লগইন করে থাকেন সেভাবে সেই নাম্বারটি (যে নাম্বারটির) ফেসবুক আইডি আপনি খুঁজতে চাচ্ছেন সেই নাম্বারটি সেখানে বসাতে হবে। নাম্বারটি বসানোর পরে সেখানে ভুলভাল কয়েকটি পাসওয়ার্ড দিয়ে লগইন করার জন্য চেষ্টা করতে হবে। এরপরে লগইন না হলে সেখানে ফরগেট পাসওয়ার্ড নামে নিচে একটা ছোট্ট অপশন থাকে।
সেখানে ক্লিক করে ফরগেট পাসওয়ার্ড করতে হবে। আমাদের যখন ফেসবুক পাসওয়ার্ড আমরা ভুলে যাই তখন যেরকম ভাবে করি ঠিক সেরকমভাবে এটিও করতে হবে। ওই নাম্বারটির দিয়ে যদি কোন ফেসবুক আইডি খোলা থাকে তাহলে তার ছবি ও ফেসবুক আইডি বের হয়ে আসবে ফরগেট পাসওয়ার্ড করার পরে।
আর যদি ওই নাম্বারে কোন ফেসবুক আইডি খোলা না থাকে তাহলে কখনোই আসবেনা। কারণ এখনো
অনেকেই আছে আগের তুলনায় যেমন নাম্বার দিয়ে facebook আইডি বেশি খোলা হত এখন
জিমেইল দিয়ে ফেসবুক আইডি বেশি খোলা হচ্ছে। সেই জন্যই জিমেইল দিয়ে ফেসবুক আইডি
খোলা থাকলে কখনো এটি করা সম্ভব নয়।
কিভাবে ফেসবুক থেকে ফোন নাম্বার বের করতে হয়
আপনি যদি ফেসবুকের কোন ব্যক্তির যোগাযোগ ঠিকানা বা ফোন নাম্বার বের করতে চান তাহলে অবশ্যই আপনার ফেসবুকে গিয়ে সেই ব্যক্তির আইডিতে ঢুকতে হবে। এরপর তার প্রোফাইলে যাওয়ার পরে যোগাযোগ ট্যাবে ক্লিক করতে হবে। যোগাযোগ ট্যাবে ক্লিক করার পরেই তার ফোন নাম্বারটি দেখতে পাওয়া যায়।
তবে সেক্ষেত্রে যদি প্রোফাইলের মালিক নাম্বারে প্রাইভেসি দিয়ে রাখে তাহলে কখনোই
সম্ভব না হ্যাক করা ছাড়া নাম্বার দেখা। আর যদি শুধু ইমেইল দিয়ে একাউন্ট খোলা
হয় নাম্বার যদি না দেওয়া থাকে তাহলেও কোনোভাবেই সম্ভব না।
ফোন দিয়ে ফেসবুকে ছবি দিয়ে কাউকে কিভাবে খুঁজে পাওয়া যায়ঃ একটি ছবি থেকে একটি ফেসবুক প্রোফাইল খুজে পেতে হলে অনুসন্ধান পৃষ্ঠায় ক্যামেরা আইকনে ক্লিক করে, ছবিটি আপলোড করে এবং তারপর ফেসবুক প্রোফাইলে ফলাফল গুলি ফিল্টার করতে অনুসন্ধান বারের "site:facebook.com" টাইপ করার পরে গুগল চিত্র অনুসন্ধান ব্যবহার করতে হবে।
আরও পড়ুনঃ অনলাইন ইনকামের ১০টি উপায়
কেউ কি ফেসবুকে আপনার ফোন নাম্বার জানতে পারে
আপনার প্রোফাইলে কে আপনার মোবাইল ফোন নম্বর বা ইমেইল ঠিকানা দেখতে পাবে তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যদি আপনার প্রোফাইলে আপনার ফোন নাম্বার বা ইমেইল ঠিকানাটি দর্শকদের সাথে ভাগ করতে চান তবে সেই গ্রুপের সবাই এটি দেখতে পাবে আপনি কার সাথে আপনার ইমেইল ঠিকানা বা মোবাইল নাম্বার শেয়ার করবেন তা কিভাবে সামঞ্জস্য করবেন তা শিখুন।
ফেসবুক অ্যাপ বা ওয়েব সাইটে লগইন করতে হবে। একাউন্টে প্রবেশ করে ওপরে নীলবারের ডান পাশে থাকা নিচের দিকে তীর চিহ্নিত আইকনে ক্লিক করুন। সেখানে থেকে সেটিংস অপশনে ক্লিক করলে জেনারেল সেটিংস অপশন আসবে। এবার বাইয়ের মেনু থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করার পর ডানের।
Who can look me up? অংশ থেকে Who can look you up using the phone number you provided? অপশনটিতে ক্লিক করুন বা রানের এডিট লিংকে ক্লিক করুন। নিচের ড্রপডাউন মেনু থেকে ফ্রেন্ডস বা প্রয়োজনীয় অপশনটি নির্বাচন করে দিন। এই নিচে আরেকটি প্রাইভেসি অপশন রয়েছে। আপনার ফেসবুক প্রোফাইলটি অন্যান্য সার্চ ইঞ্জিনে যুক্ত হবে কিনা সেটা জানতে চাওয়া হবে।
এখানেও এডিট লিংকে ক্লিক করে let other search engines link to your timeline
অপশন থেকে টিক চিহ্নটি উঠিয়ে দিন। নিজের ইমেইল ঠিকানা ব্যবহার করে কেউ খুজতে
চাইলে সেটা পরিবর্তন করে দেওয়া যাবে একইভাবে।
লেখক এর শেষ কথা
সম্পূর্ণ আর্টিকেলটি জুড়ে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করার নিয়ম সহ ছবি দিও কিভাবে আইডি বের করা যায় সেই নিয়মটি এখানে উল্লেখ করা হয়েছে। সবশেষে একটাই কথা বলতে চায় মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করা সম্পর্কে উপরে আলোচনার মাধ্যমে যে কথাগুলো বলার চেষ্টা করা হয়েছে আশা করি আপনারা তা বুঝতে পেরেছেন।
এবং মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করার সঠিক পদ্ধতি কি তা জেনে উপকৃত
হয়েছেন। এই ধরনের সম্পর্কিত আরো পোস্ট করতে আমাদের
ওয়েবসাইটে ভিজিট করুন।
অমৃতা ব্লগারের নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url