আমার সম্পর্কে কিছু কথা
আমার নাম মাহফুযা আক্তার রিতু। বর্তমানে আমি রাজশাহী কলেজে পড়াশোনা করছি। এবং
পাশাপাশি অর্ডিনারি আইটি তে ডিজিটাল মার্কেটিং এর জন্য কোর্স করছি। আমি
রাজশাহীর কাজলাই আমার পরিবারের সাথে থাকি। আমার পরিবারের সদস্য সংখ্যা চারজন। আমি
পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং টাকে নিজের ক্যারিয়ার হিসেবে নিতে চাই আমার
ভবিসসতের জন্য।
- মা
- বাবা
- ভাইয়া
- আমি
এখনকার বর্তমান সময়ে এসে জব পাওয়াটা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এমন
পর্যায়ে এসে কেই বা চাইবে না ঘরে বসেই ইনকাম করতে। ফ্রিল্যান্সিং মূলত ঘরে বসে
ইনকাম করার একটি সহজ মাধ্যম। আর আমার ফ্রিল্যান্সিং শিখার পেছনের সবথেকে জোরালোতম
কারণটি হলো এই ঘরে বসে ইনকাম করার সুবিধাটা। এবং নিজের ইচ্ছে মত যখন খুশি কাজ
করতে পারা। তবে হ্যাঁ ফ্রিল্যান্সিং এর শুরুতে যদি আপনি কঠোর পরিশ্রম করেন তবেই
আপনি সাফল্য আনতে পারবেন এবং নিজের ইচ্ছে মত কাজ করতে পারবেন।
আমি মূলত ফ্রিল্যান্সিং টাকেই আমার ক্যারিয়ার হিসেবে নিতে চায়। ফ্রিল্যান্সিং
শিখার প্রতি আমার অনেক আগে থেকেই ঝোঁক থাকলেও এবারে আমি একদম প্রোফেশনাল ভাবে
এটিকে শিখে আমার ক্যারিয়ার গড়তে চাই।
আরও পড়ুনঃ
অনলাইন ইনকাম
অমৃতা ব্লগারের নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url